Tamima Tanjin
January 13, 2025 2025-01-15 13:26তামিমা তানজিন
আমি গত ২২ বছর ধরে মাদকাসক্তি ও মানসিক রোগী সহ বিভিন্ন ক্ষেত্রের রোগীদের সেবা দিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এম.ফিল. এবং এম.এসসি. ডিগ্রি লাভের পর আমি বর্তমানে নিউরোসাইকোলজি বিষয়ে পিএইচডি গবেষণা করছি।
![](https://psycoachbd.com/wp-content/uploads/2025/01/tamima-tanjim.jpg)
আমি গত ২২ বছর ধরে মাদকাসক্তি ও মানসিক রোগী সহ বিভিন্ন ক্ষেত্রের রোগীদের সেবা দিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এম.ফিল. এবং এম.এসসি. ডিগ্রি লাভের পর আমি বর্তমানে নিউরোসাইকোলজি বিষয়ে পিএইচডি গবেষণা করছি।
![](https://psycoachbd.com/wp-content/uploads/2024/11/learning.png)
ট্রেনিং
- কগনিটিভ বিহেভিয়্যার থেরাপি (CBT)
- সিস্টেমিক ফ্যামিলি থেরাপী
- নিউরোসাইকোলজিক্যাল এ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট
- বেসিক কাউন্সেলিং ট্রেনিং
- সুইসাইড ম্যানেজমেন্ট
- পোস্ট ডিজাস্টার (প্রাকৃতিক দূর্যোগ) ম্যানেজমেন্ট
- কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট
![](https://psycoachbd.com/wp-content/uploads/2024/11/work.png)
স্পেশালিটি
- ফ্যামিলি থেরাপি
- কাপল কাউন্সেলিং
- কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)
- মাইন্ডফুলনেস
- ডায়লেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি (DBT)
- চাইল্ড এন্ড এডোলেসেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট
![](https://psycoachbd.com/wp-content/uploads/2024/11/skills.png)
অভিজ্ঞতা
আমি গত ১৬ বছর ধরে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। এছাড়া ২২ বছর যাবত ড্রাগ এডিকশন, ফ্যামিলি থেরাপি, কাপল কাউন্সেলিং এর উপর প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক লি. সাইকিয়াট্রিস্ট এন্ড ডি-এডিকশন হসপিটালে সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছি। International University of Business, Agriculture & Technology (IUBAT) তে লেকচারার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও ঢাকা কমিউনিটি হসপিটালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে এবং পাকিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করেছি। সেইসাথে ড্রাগ এডিকশন (Child & Adolescent) নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন?
মনের অস্বস্তিমূলক চিন্তাকে ভালোভাবে বুঝে নিন আমাদের সাথে, বিনামূল্যে!