Meghabati Salma
January 15, 2025 2025-01-21 14:59মেঘোবতী সালমা
আমি কয়েক বছর ধরে মানসিক রোগী সহ বিভিন্ন ক্ষেত্রের রোগীদের সেবা দিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স শেষ করার পর বর্তমানে icddr,b -প্রতিষ্ঠানে HIV কাউন্সেলিং অফিসার হিসেবে কর্মরত আছি।

আমি কয়েক বছর ধরে মানসিক রোগী সহ বিভিন্ন ক্ষেত্রের রোগীদের সেবা দিয়ে আসছি। আমার কাজের মূল কেন্দ্রবিন্দু হলো ড্রাগ এডিকশন এবং HIV আক্রান্তদের মানসিক স্বাস্থ্য। এই বিষয়গুলোর ক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যসেবাও চমৎকার ভাবে কাজ করে – সে সম্পর্কেও আমাদের অনেকেরই ধারণা নেই! এইচআইভি কাউন্সেলিং এবং বিশেষ করে মাদকাসক্ত ব্যক্তিদের মানসিক মনোবৈজ্ঞানিক চিকিৎসা একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে।

ট্রেনিং
- কগনিটিভ বিহেভিয়্যার থেরাপি (CBT)
- ডায়লেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি (DBT)
- কাপল থেরাপি
- গ্রুপ থেরাপি
- ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট
- নন-ভায়োলেন্ট কমিউনিকেশন (NVC)

স্পেশালিটি
- ড্রাগ/নেশা সম্পৃক্ত সমস্যা (Treatment of addictive behaviors and craving-related issues.)
- এডাল্ট সাইকোথেরাপী
- কাপল কাউন্সেলিং

অভিজ্ঞতা
আমি প্রায় এক বছর ধরে icddr এ HIV কাউন্সলিং অফিসার হিসেবে কর্মরত আছি। এছাড়া ন্যাশনাল মেন্টাল হেলথ ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজে ট্রেইনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছি। আপন ফাউন্ডেশন -এ প্রজেক্ট ইন্টার্ন হিসেবে এবং কান পেতে রই -এ ট্রেনিং এসোসিয়েট ও ভলেন্টিয়ার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। BRAC ইন্সটিটিউটের এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর একটি প্রজেক্টে টেলি কাউন্সেলর হিসেবেও কাজ করেছিলাম।এছাড়া প্রায় এক বছর “ফিমেল ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার আন্ডার ঢাকা আহাসানিয়া মিশন” -এ কাউন্সেলর হিসেবে কাজ করেছি।
বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন?
মনের অস্বস্তিমূলক চিন্তাকে ভালোভাবে বুঝে নিন আমাদের সাথে, বিনামূল্যে!