আমি ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এমফিল পার্ট-২ এ আছি। গত কয়েক বছরে নিয়মিত এডাল্ট কায়েন্ট ও চাইল্ড ক্লায়েন্ট দেখছি।
আমি ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এমফিল পার্ট-২ এ আছি। গত কয়েক বছরে নিয়মিত এডাল্ট কায়েন্ট ও চাইল্ড ক্লায়েন্ট দেখছি। মনোবিজ্ঞানী হিসেবে আমি বিশ্বাস করি মানসিক বিপর্যস্ততা আমাদের দূর্বলতা নয় , বরং এই পরিস্থিতিতে আমরা পুরাতন সক্ষমতার সাথে নতুন দক্ষতা যোগ করে জীবনে আরো দৃঢ়তার সাথে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি! কাউন্সেলিং একটি নতুন মাত্রা যোগ করে যেখানে ক্লায়েন্ট ও থেরাপিস্টের একসাথে মানসিক সমস্যা থেকে বের হতে সাহায্য করে!
বর্তমানে শামসুন্নাহ হল, ঢাকা বিশবিদ্যালয়ে কর্মরত আছি। এছাড়াও Justice and Care, Bangladesh এ রিসার্চ এ্যাসিটেন্ট এবং Handicap International (Humanity & Inclusion) এ Mental Health and Psychosocial Support হিসেবেও কাজ করেছি। একই সাথে ICDDR,B এবং BRAC এ কাজেরও অভিজ্ঞতা রয়েছে ।
বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন?
মনের অস্বস্তিমূলক চিন্তাকে ভালোভাবে বুঝে নিন আমাদের সাথে, বিনামূল্যে!