বার্নআউটের ঝুঁকি নির্ধারণ – ২
October 9, 2024 2024-10-10 22:34বার্নআউটের ঝুঁকি নির্ধারণ – ২
প্রতিটি প্রশ্নের জন্য, আপনার প্রতিক্রিয়ার সাথে সঙ্গতিপূর্ণ স্কোর নির্দেশ করুন।
বিভাগ B: ডিপারসোনালাইজেশন ” (বা অন্যকে বোঝার অক্ষমতা): বলা যেতে পারে ব্যক্তির ধীরে ধীরে নিজেকে সম্পর্কের প্রতি আন্তরিকতা কমতে থাকে। যদি এর মাত্রা অনেক বেড়ে যায় তাহলে ব্যাক্তি অন্যের ব্যাপারে অনেক নেতিবাচক মনোভাব রাখেন সবসময়। সেই সাথে অপরাধবোধ, সামাজিক সম্পর্ক এড়িয়ে যাওয়া, বা নিজেকে সব কিছু থেকে একা করে ফেলে। অন্যকে বোঝা ও সহাভূতি অনুভব করেন না।
অন্যকে বোঝার অক্ষমতা মাত্রা জেনে নেই –