Sirajum Monira
December 19, 2024 2025-01-07 19:56সিরাজুম মনিরা
আমি সিরাজুম মনিরা, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এমফিল পার্ট -২ করছি। গত কয়েক বছরে নিয়মিত এডাল্ট ও চাইল্ড কায়েন্ট দেখছি। আমার কাজের আগ্রহ মূলত নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন যেমনঃ স্ট্রোক, ব্রেইন ইনজুরি ও ডিমেনশিয়া নিয়ে।
হ্যালো, আমি সিরাজুম মনিরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ বরাবরই আমার আগ্রহের জায়গা। আমার কাজের আগ্রহ শিশু কিশোরদের মানসিক সমস্যা, দাম্পত্য কলহ ও নিউরোসাইকোললজিক্যাল অ্যাসেসমন্ট ও রিহ্যাবিলিটেশন। নিউরোলজিক্যাল সমস্যা যেমনঃ ব্রেইন ইনজুরী, স্ট্রোক, ডিমেনশিয়ার সাথে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ট্রেনিং
- পারিবারিক সহিংসতা রোধে ফ্যামিলি থেরাপি
- কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)
- মাইন্ডফুলনেস
- ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপী (DBT)
- কগ্নিটিভ বিহেভিয়ার থেরাপী ফর কাপল কাউন্সেলিং
- নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ও রিহ্যাবিলিটেশন
স্পেশালিটি
- শিশু ও প্রাপ্ত বয়স্কদের ডিমেনশিয়া
- অটিজম এ্যাসেসমেন্ট
- শিশু ও প্রাপ্ত বয়স্কদের মানসিক সমস্যা
- নেশা/ড্রাগ নির্ভরশীলতা কমানো
- বুদ্ধি পরীক্ষা নিউরোসাইকোলজিক্যাল সমস্যা
অভিজ্ঞতা
ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল এবং কলেজ, রংপুর – এ কাজ করা ছাড়াও ডিমেনশিয়ার উপর ইউ থেকে মাস্টার্স শেষ করছি। দীর্ঘদিন মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নিউরোলজিক্যাল সমস্যা বাদেও অটিজম স্ক্রিনিং ও পারবারিক সহিংসতা নিয়েও ট্রেনিং করেছি।
বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন?
মনের অস্বস্তিমূলক চিন্তাকে ভালোভাবে বুঝে নিন আমাদের সাথে, বিনামূল্যে!