বিবাহ সম্পর্কে মিথ

Psychology

বিবাহ সম্পর্কে মিথ

বিয়ে বা সম্পর্ক নিয়ে একটা বড় ভুল ধারণা প্রচলিত আছে যে, আপনি স্বামী / স্ত্রীর সাথে শুধু সহানুভূতি মূলক আচরণ করতে পারলেই আপনাদের সম্পর্ক স্থায়ী হবে। এইরকম আরো অনেক ভুল ধারণা আমাদের মাঝে আছে, যেগুলো বিবাহ সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দেয়। যার জন্য অনেকে বিবাহকে অনেক কঠিন মনে করে আবার অনেকের এই ভুল ধারণা বা বিশ্বাস থাকার জন্য বৈবাহিক জীবন নষ্ট হয়ে যায়। এই ভুল ধারণাগুলো একসময় পৌরাণিক কাহিনি হিসেবে প্রচলিত ছিল, যা এখন মানুষের বিশ্বাসে পরিণত হয়েছে। বিয়ে নিয়ে এইধরনের কিছু মিথ বা ভুল ধারণাগুলো হলো –

১/ ব্যাক্তিত্তের সমস্যা বা ভিন্নতা বৈবাহিক জীবন ধ্বংস করে :

আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্থায়ী দূর্বলতা রয়েছে। আমরা চাইলেই এগুলো থেকে বের হয়ে আসতে পারি না। যেমন – অনেকে চান না যে তার জীবনে কোনো আদেশদাতা(boss) থাকুক। এমনকি তাদের অফিসের বসকেও ভালো লাগে না। অনেকের মাঝে এই ধারণা আছে যে, এই ধরনের লোক যদি কন্ট্রোলিং পার্টনার বিয়ে করে, অর্থাৎ তার পার্টনার যদি তাকে dominate করতে চান; সেক্ষেত্রে তাদের বিয়ে স্থায়ী হবে না।কিন্তু যদি সে এমন কাউকে বিয়ে করে, যিনি তাকে dominate করতে চাইবে না, তাহলে তারা সুখী হবে। অথচ, যদি তারা দুজনেই একে অপরের crazy সাইটগুলো কেয়ারিং আর সম্মানের সাথে হ্যান্ডেল করে তবে তাদের বৈবাহিক জীবন আরো শক্ত হবে, সুখী হবে।

আরেকটি ভুল ধারণা আছে যে যদি কেউ তার স্বামী / স্ত্রীর কোনো মানসিক সমস্যার জন্য সম্পর্ক ছিন্ন করে তবে সেটা অযৌক্তিক নয়। মানসিক সমস্যা হতে পারে addiction, clinical depression, phobia,PTSD and mood disorder. এই ধরনের কোনো সমস্যা আপনার বা আপনার স্বামী / স্ত্রীর মধ্যে লক্ষ্য করলে হুট করে ভবিষ্যতের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিবেন না। তখন কোনো mental health professional এর সাপোর্ট নিতে হবে।

২/ দুজনের পছন্দ একই রকম হলে সম্পর্ক ভালো থাকবে :

আরেকটি ভুল ধারণা হলো দুজনের পছন্দ / আগ্রহ যদি একই রকম হয় তবে ভালোবাসা বৃদ্ধি পাবে।

৩/ বিবাহ বহির্ভূত সম্পর্ক ডিভোর্স এর মূল কারণ:

অনেকে মনে করেন যে বিবাহ বিচ্ছেদের মূল কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক তে জড়ানো। কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে, ৮০% বিবাহ বিচ্ছেদের কারণ হলো নিজেদের মধ্যে ভালোবাসা আর সম্মানের অভাব। আর ২০-২৭% বিবাহ বিচ্ছেদের কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক।

৪/ দুজনেই দুজনের মতামতের বা পছন্দের দ্বন্দ্ব গুলোকে অবহেলা করলে বিবাহিত জীবন ধ্বংস হয়।

৫/ নারী-পুরুষ ভিন্ন গ্রহ থেকে আগত। একটা বেস্ট সেলার বই এর ধারণা অনুযায়ী নারী পুরুষ একসাথে থাকতে পারে না কারণ পুরুষ মঙ্গল গ্রহ থেকে আগত আর নারী বৃহস্পতি গ্রহ থেকে।

এইরকম আরো অনেক মিথ আছে যেগুলো আমাদের সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare