সিনিয়র সিটিজেন এবং খাওয়ার অসংগতি
সিনিয়র সিটিজেন এবং খাওয়ার অসংগতি
Anorexia Nervosa and Bulimia Nervosa দুটি খুব প্রচলিত Eating Disorder। যারা Anorexia Nervosa Eating Disorder এ ভুগেন তারা নিজের শরীরের ওজন নিয়ে খুবই চিন্তত থাকেন এবং মনে করেন অল্প খাবার খেলেই তার ওজন বেড়ে যাবে। এমনকি ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকলেও নিজেকে মোটা মনে করেন। অপরদিকে Bulimia Nervosa Eating Disorder যারা ভুগেন তারা একবারপ অনেক খাবার খেয়ে ফেলেন এবং পরবর্তীতে অনুশোচনা হলে সেই খাবার জোর করে বমি করে ফেলে দেন।
Eating Disorder কাদের হয় কথাটা আসলেই সবাই এক বাক্যে উত্তর দিবে তরুণীদের। কথা সত্য তবে আংশিক। শুধু তরুণীদের মধ্য নয় বয়স্ক ব্যক্তিদের মধ্যেও এই Disorder টা দেখা যায়। কথাটা শুনে অবাক হলেও তা সত্যি। অনেকেই ভাবছেন বয়স বাড়লে খাবার খাওয়ার প্রতি রুচি কমে যায় এবং এইটা হওয়াটা স্বাভাবিক! সব কিছু একটা বাক্যে ফেলে অনেক বড় কিছু এড়িয়ে যাচ্ছেন না তো?
আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ এই Disorder এ ভুগচ্ছেন না তো?
আচ্ছা, কখনও খুব মনোযোগ দিয়ে দেখেছেন পরিবারের বয়োজ্যেষ্ঠদের খাবার খাওয়ার পরিবর্তন?
খাবার খাওয়ার সময়ের পরিবর্তন?
সবার সামনে আর একা বসে খাওয়ার ধরণের মধ্যে কখনও পার্থক্য খুঁজে দেখেছেন?
কোনো ধরনের খাবারের প্রতি আগ্রহ বেড়েছে বা কমেছে খেয়াল করেছেন কী?
যদি এগুলো না করে থাকেন তাহলে আজ থেকেই খেয়াল করুন আর আমাদের কমেন্টে জানান সেই পরিবর্তন গুলো।
খান মাহ্জাবিন মিথ
ইন্টার্ন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট