সন্তানের বিচ্ছেদ উদ্বেগ জনিত সমস্যা
সন্তানের বিচ্ছেদ উদ্বেগ জনিত সমস্যা
স্বাভাবিক ভাবেই যে কোন সন্তানের জন্যেই তার মা কিনবা তাকে খেয়াল রাখার মানুষটা যদি না থাকে , সেটা তার জন্য খুবই বেদনা দায়ক। তবে দেখা যায় , খুব ছোট বাচ্চারা তার কাছের মানুষটিকে না পাবার ফলে হঠাৎ এমন কিছু আচরণ করা শুরু করে , তখন তা সামলানো দায় হয়ে পড়ে।
নিচের আমি কিছু লক্ষণের কথা বলছি, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার আচরণ নিয়ন্ত্রণের জন্য আপনাকে এখন একজন বিশেষজ্ঞ এর পরামর্শ প্রয়োজনঃ
১। আপনার সন্তান তার কাছের মানুষটি তার কাছে থাকতে নাও পারে , এটা ভেবে যদি তিনি সর্বক্ষন প্রচন্ড অস্থিরতা দেখান।
২। তার কাছের মানুষটি হয়ত ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ তিনি মারা যেতে পারেন, অসুস্থ হয়ে পড়বেন, তার কোন ক্ষতি হবে , এটা ভেবে তিনি যদি প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে থাকেন।
৩। তার যদি প্রতিনিয়ত এমনটা মনে হতে থাকে থাকে যে তার কাছের মানুষটি তার কাছ থেকে আলাদা হয়ে যাবেন ।
৪। কাছের মানুষটি দূরে চলে ভয়্যে যদি তিনি বাসা থেকে অন্য কোথাও যেতে না চান , যেমন স্কুল, অন্য আত্মীয়ের বাসায়।
৫। তিনি একা হয়ে যাবেন এমন ভয়ে যদি থাকেন।
৬। কাছের মানুষটি ছাড়া ঘুমাতে চান না।
৭। দূরে চলে যাবেন ভেবে যদি দুঃস্বপ্ন দেখতে শুরু করেন এবং
৮। এই ভাবনা গুলোর ফলে বাচ্চা প্রতিনিয়ত মাথা ব্যথা, পেট ব্যথা কিনবা অন্যন্য শারীরিক সমস্যার মধ্য দিয়ে যান ।
সাধারণত বাচ্চার পরিবারে শিশুর সাথে কোন দূর্ঘটনা , নিকটস্থ মানুষের অবর্তমানে কোন ধরণের শারীরিক, মানসিক, কিনবা যৌন নির্যাতনের স্বীকার হলে, কিনবা সন্তান বড় হবার সময় তাকে তার সমবয়সীদের সাথে চলাফেরা করতে না দিলে, বাবা কিনবা মা যদি বাচ্চা অত্যাধিক সুরক্ষার মধ্যে রাখতে চাইলে শিশু বড় হবার সাথে সাথে এই লক্ষণ গুলো দেখা দিতে পারে।
এই লক্ষণগুলো বাচ্চার মধ্যে যদি ৪ সপ্তাহ এবং বাচ্চার বয়সন্ধি কালে ৬ মাস কিনবা তার ও বেশি দেখেন তাহলে দ্রুত মানসিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
সায়মা আকতার ,
এ্যসিস্টেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এমফিল (পার্ট-১),
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয় ।
Published in Hello Audity