সেশন-১
সেশন ২
সেশন ৩
সেশন ৪
সেশন ৫
সেশন ৬
সেশন ৭
৭ নং সেশনে আপনাকে স্বাগতম।
This feature has been disabled by the administrator
ওসিডির বেশ কয়েকটি ধরন রয়েছে। যেমন:
১. পরিচ্ছন্নতা: এক্ষেত্রে ব্যক্তি জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ভয় পেয়ে থাকেন, সেজন্য তিনি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন এবং নিজের শরীর সহ আশেপাশের সমস্ত কিছু বারবার পরিষ্কার করতে থাকেন।
২. ক্রম (অর্ডার)বজায় রাখা: এক্ষেত্রে ব্যক্তি তার আশেপাশের সমস্ত জিনিসপত্র, দৈনন্দিন কার্যক্রম ভারসাম্যপূর্ণ বা ক্রম বজায় রাখার প্রতি আচ্ছন্ন থাকেন। যেমন, বুকশেলফে সবগুলো বই উচ্চতার ক্রমান্বয়ে সাজানো থাকতে হবে, জানলায় পর্দা সবসময় সোজা থাকতে হবে।
৪. নিরাপত্তা: এক্ষেত্রে ব্যক্তি নিজের নিরাপত্তা নিয়ে সর্বদা উদ্বিগ্ন থাকেন। এজন্য তারা বারবার ঘরের দরজা-জানালা চেক করেন, গ্যাসের চুলা বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি এড়িয়ে চলেন।
৫. পুনরাবৃত্তিমূলক আচরণ: এক্ষেত্রে ব্যক্তি কোন কাজ সম্পূর্ণ করেও মানসিকভাবে শান্তি পান না। যেমন: একটি ক্লাস লেকচার বারবার পড়ার পরও মনে হয় অসম্পূর্ণ রয়ে গিয়েছে, ফলে ব্যক্তি বারবার একই লেকচার পড়তে থাকেন। (বারবার চুল আচড়ানো, জামাকাপড় ঠিক করা, আসবাবপত্র গুছানো)
৬. হোর্ডিং বা জমিয়ে রাখা: এই ক্ষেত্রে ব্যক্তি প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় সমস্ত জিনিস জমিয়ে রাখেন এবং ব্যবহৃত জিনিসপত্রগুলো ফেলে দেয়া বা বিক্রি করে দেওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। তারা পুরাতন জামা-কাপড়, বইপত্র, সংবাদপত্র এবং অন্যান্য জিনিসপত্র জমিয়ে রাখেন যদিও সেগুলো কোন কাজে ব্যবহৃত না হয়।
৭. ধর্ম বিষয়ক ওসডি: এক্ষেত্রে ব্যক্তির মনে ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক চিন্তা আসে, বারবার ধর্মীয় অনুশাসনগুলো পালন করার পরও সেগুলো অসম্পূর্ণ রয়েছে বলে মনে হয়।
৮. যৌনতা বিষয়ক ওসিডি: এক্ষেত্রে ব্যক্তির মনে অনাকাঙ্ক্ষিত যৌন চিন্তা আসে। যেমন, নিজের সন্তানকে নিয়ে sexual image.
৯. স্বাস্থ্য বিষয়ক ওসিডি: এক্ষেত্রে ব্যক্তি এই আশঙ্কায় ভোগেন যে তার বড় কোন অসুস্থতা রয়েছে। এজন্য তিনি বারবার বিভিন্ন টেস্ট, আলট্রাসনোগ্রাফি, ইসিজি ইত্যাদি করিয়ে থাকেন।