About Lesson
ওসিডির চক্রটি দেখে আসিঃ
আমরা ইতোমধ্যে জেনেছি যে, আমরা নিজেদের ও নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য নানা ধরণের নিয়মনীতি ও সেইটি বিহেভিয়র/ নিরাপত্তা নিশ্চিতকরণ আচরণ করে থাকি! এই আচরণগুলোকে কিভাবে পরিবর্তন করতে পারি – তা আলোচনা করবো!