সেশন-১
সেশন ২
সেশন ৩
সেশন ৪
সেশন ৫
সেশন ৬
সেশন ৭
৭ নং সেশনে আপনাকে স্বাগতম।
This feature has been disabled by the administrator
হৃদয়ের বয়স ২৪ বছর। সে তার বাবা-মার সাথে থাকে। সে সবসময় সবকিছু পারফেক্ট চায়। (photo: single picture of Hridoy)
বুকশেলফে সবসময় সবগুলো বই ছোট থেকে বড় উচ্চতায় সাজানো থাকতে হবে! তার আলমারিতে কাপড়গুলো একইভাবে ভাঁজ করে রাখতে হবে!
পড়ার টেবিল বা ড্রয়িং রুমের আসবাব পত্রগুলোও সবসময় একই রকম থাকে। (photo: Hridoy is readind with ternsed looked)
একটু অগোছাল দেখলেই তার মাঝে চরম অস্বস্তি শুরু হয়ে যায়। সে সারাদিন ধরে তার পড়ার টেবিল গুছাতে থাকে। শুধু তাই নয় পড়াশোনার ক্ষেত্রেও সে পারফেক্ট হতে চায়। (photo needed: Hridoy is organizing his bookself.)
লেখার সময় প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন সমান মাপের হতে হবে। এই চিন্তায় হলে বসে সে প্রচুর ঘামতে থাকে। তার কাছে সেগুলো সমান না মনে হলে সে সেই পৃষ্ঠা কেটে আবার লেখা শুরু করে। এভাবে সে সম্পূর্ন উত্তর না করেই পরীক্ষা শেষ করেছে। (photo: Hridoy is in examhall)
যদিও সে সামনের বার আবার পরীক্ষা দিতে পারবে। কিন্ত তার অতিরিক্ত ভয়ের কারণে সে একদমই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।